Login Register
ক্রেডিট বাড়ানোর সু্যোগ

প্রাকপ্রারম্ভিক উপহার হিসাবে নতুন সদস্যদের ৫০ ক্রেডিট উপহার দিয়েছি।অ্যাডমিন হিসাবে দেখছি, অনেকেরই ক্রেডিট কমতে লেগেছে এবং আরো কমবে। কিন্তু আগেই বলেছি যে, নিয়মিত সদস্যরাই এই সাইট থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন। এ বিষয়ে আমার নেটফ্রেন্ড ও সাইট-পার্টনার শরদিন্দুর সঙ্গে বিস্তর আলাপ-আলোচনা করেছি যে কিভাবে শুধুমাত্র সৎ ও নিয়মিত সদস্যদেরই ক্রেডিট উপহার দেওয়া যায় আর তাদের মনে কোনো ক্ষোভ বা বিরক্তি না আসে যে তাদের মানসিকতার সুযোগ নিয়ে সাইট অ্যাডমিন ইনকামের ধান্দা করছে। বাস্তবে মুগ্ধবাংলা আমার Dream Project. তাই এর জন্য যা খরচ হয়, ভেবেছিলাম আমি নিজেই করব। কিন্তু একবছরের ভিপিএস সার্ভিস চার্জও কম নয়। প্রায় ১৬ ডলার ভারতীয় মুদ্রায় গত বছর ছিল ৯৫০টাকার কিছু বেশি। কিন্তু এবার ১১০০টাকা ছাড়িয়েছে। আর আপাতত পুরোটাই শরদিন্দু দিয়েছে কারণ একই সঙ্গে তার নিজের সাইট ও আমার সাইট একটাই VPS এ। শেয়ার করলে খরচটা ভাগাভাগি করা যাবে এবং শেয়ারড হোস্টিং এর চেয়ে ভাল সার্ভিস পাওয়া যাবে এই ভেবে দুজনেই ভিপিএসের খরচের রিস্কটা নিয়ে নিই। কপাল ভালো যে এখনো ডোমেইন কিনিনি(যদিও টার্গেট আছে)। সে যাই হোক, আমার বন্ধু পরামর্শ দিয়েছে, PayTM Payment এর মাধ্যমে ফান্ড সংগ্রহ করতে অথবা সাইটে advertise দেখিয়ে সেখান থেকে ফান্ড সংগ্রহ করতে। শেষটাই মনে ধরল। কারন মুগ্ধবাংলার কিছু সদস্য বাংলাদেশের হতে পারে আর তারা payTM ব্যবহারের সুবিধা পাবে না। যাই হোক প্রায় সাতদিন মার্কেট রিসার্চ করে ঠিক করলাম সাইটে pop ad show করাব যদিও pop ad আমি নিজেও খুব একটা পছন্দ করি না। যাদের এই পদ্ধতিতে আপত্তি নেই, নিজের নিজের profile এ গিয়ে ad start করতে পারেন আর আপাতত প্রতি পাঁচটি ad পিছু একটি করে ক্রেডিট এক্সচেঞ্জ করা যাবে ওই profile এই। পরবর্তীতে যদি দেখি ad network ভাল pay করছে তবে এক্সচেঞ্জ রেট পরিবর্তন করব। মনে রাখবেন, এই ad দেখা বাধ্যতামুলক নয়। আপনি চাইলে এটি বন্ধ করে রাখতে পারেন বা নাও অন করতে পারেন।

14th May, 2019 11:39 AM, Last Edit by banglamax on 14th May, 2019 11:40 AM
Comments
No Comments!
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)